HighlightNewsদেশ

বিয়ের আগে পুরুষদের ধর্ম, চাকরি ও আয় জানাতে হবে; লাভ জিহাদ রুখতে আইন আনবে অসম সরকার

টিডিএন বাংলা ডেস্ক: লাভ জিহাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইন কার্যকর করেছে উত্তরপ্রদেশ সরকার। এবার সেই একই পথে অগ্রসর হয়ে লাভ জিহাদ রুখতে আইন আনার কথা জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের বিজেপি সরকারের এই মন্ত্রীর মন্তব্য অনুযায়ী, বিয়ের আগে পুরুষদের তাঁদের সঙ্গিনীকে ধর্ম, চাকরি এবং আয়ের এর উৎস সম্পর্কে জানাতে হবে।

অসমের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এ প্রসঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে একটি আইনি খসড়া প্রস্তুত করার কাজ শুরু হয়েছে যা সমস্ত ধর্মের বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হবে। এই বিল মহিলাদের ক্ষমতায়ন এর সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে স্বচ্ছতা না থাকলে বিয়ে করাই উচিত নয়। ধর্ম, জীবিকা এবং আয় সম্পর্কে বিস্তারিতভাবে জানালে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু ধর্ম নয়, ধর্মের সাথেই চাকরি এবং আইন বিষয়ে জানানো দরকার।

হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, অসম সরকার “লাভ জিহাদ” প্রসঙ্গে কোনো প্রস্তাব দিচ্ছে না। অসীম সরকারের তৈরি করা এই আইন সমস্ত ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর চিন্তা-ভাবনা “লাভ জিহাদ” কেন্দ্রিক নয়। তাঁর ধারনা হলো কোন ব্যক্তির নিজের পরিচয়, জীবিকা বা আয় লুকিয়ে বিয়ে করা উচিত নয়। অসম সরকার এই প্রসঙ্গে যে আইন আনতে চলেছে তা কোন ধর্মের বিরুদ্ধে হবে না। এই আইন বিয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে।

Related Articles

Back to top button
error: