HighlightNewsদেশ

নতুন দল গড়ার পথে ক্যাপ্টেন! মুখিয়ে আছে বিজেপিও

টিডিএন বাংলা ডেস্ক : ভোটের আগে জোর চর্চায় অমরিন্দর সিং। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নভিন্ন হতেই নতুন দল গড়ার কথা ভাবছেন ক্যাপ্টেন। এমনকী বিজেপির সঙ্গে আসন সমঝোতার কথাও ভাবছেন তিনি। আর তাতেই শাপে বর দেখছেন গেরুয়া ব্রিগেড। পঞ্জাব বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা দুষ্মন্ত গৌতম জানিয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট করতে তাঁরা প্রস্তুত। এমনকী সোশ্যাল মিডিয়ায় দুষ্মন্তকে ফেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা অ্যাকসেপ্ট করেছেন তিনি।

কথায় বলে, রাজনীতিতে সব সম্ভব। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দেওয়ার সময় জানিয়েছিলেন, বিজেপিতে যাবেন না। যদিও জল্পনা চলছিল তখন থেকেই। সেই সঙ্গে গুঞ্জন শুরু হয় নতুন দল গড়তে পারেন ক্যাপ্টেন। সেই গুঞ্জনকেই মান্যতা দিলেন অমরিন্দর। জানিয়ে দিলেন, সামনের বিধানসভা নির্বাচনের আগেই নিজের দল তৈরি করবেন তিনি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার যে জল্পনা শুরু হয়েছিল, তাকেও সত্য প্রমাণ করে জানিয়েদিলেন তাঁর দল গাঁটছড়া বাঁধতে পারে বিজেপির সঙ্গে। অমরিন্দরের এই ঘোষণার পর কংগ্রেসের চাপ যে বাড়বে, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

সবকিছু ঠিকঠাক থাকলে বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক সমীকরণ। অমরিন্দরের প্রধান পরামর্শদাতা রবিন ঠাকুরাল এ প্রসঙ্গে জানান, খুব তাড়াতাড়ি নতুন দল ঘোষণা হতে চলেছে। বিশেষত আমাদের কৃষকদের জন্য। যাঁরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য সংগ্রাম করে চলেছেন।” তবে সেক্ষেত্রে শর্ত একটাই। কৃষকদের যে অসন্তোষ, তা মিটে না গেলে সন্ধির পথে হাঁটবে না অমরিন্দরের দল।

Related Articles

Back to top button
error: