HighlightNewsদেশ

গোরক্ষক সন্দেহে দিল্লিতে যুবককে পিটিয়ে খুন!

টিডিএন বাংলা ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতেও গোরক্ষকদের রোষের শিকার হতে হল এক যুবককে। গরুর মাংস বিক্রি করে, এই অভিযোগে ফার্ম হাউসের কেয়ারটেকার হিসেবে কর্মরত রাজারাম নামে এক যুবককে পিটিয়ে মারল গোরক্ষক বাহিনী। মৃতের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ। তিনি গো মাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল। যুবকের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”আমার স্বামীর নামে কারা যেন গুজব ছড়াচ্ছিল। ও গত এক বছর ধরে লিভারের সমস্যায় কার্যত শয্যাশায়ী।”
জানা গিয়েছে, সোমবার রাতে দিল্লির দ্বারকা এলাকার বাসিন্দা ওই কেয়ারটেকারের ওপর হামলা চালায় ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতী দল। প্রকাশ্যে পিটিয়ে মারা হয় ওই যুবককে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু বছরের বেশি সময় ধরে এক চিকিৎসকের ফার্ম হাউসে কেয়ারটেকারের কাজ করতেন মৃত রাজারাম। স্ত্রী এবং ৪ সন্তান নিয়ে মোট ৬ জনের সংসার তাঁর। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ফার্ম হাউসের ভিতর গো-হত্যা করতেন এবং লুকিয়ে মাংস বিক্রি করতেন। বেশ কিছুদিন ধরেই রাজারামের বিরুদ্ধে এধরনের গুজব এলাকায় ছড়িয়ে পড়ছিল। অভিযোগ ওই গুজবের ভিত্তিতেই গোরক্ষাকারীদের রোষের শিকার হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও যুবককে রক্ষা করা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। মৃত ওই যুবকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১৫ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button
error: