HighlightNewsরাজ্য

গরু পাচারকাণ্ডে তৃতীয় বার অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরার নির্দেশ সিবিআই-এর

টিডিএন বাংলা ডেস্ক : গরু পাচারকাণ্ডে জিজ্জাসাবাদের জন্য আবারও বীরভূমের দোর্দণ্ডপ্রতাব তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই নিয়ে তৃতীয় বার অনুব্রত মণ্ডলকে তলব করলো সিবিআই। ইতিপূর্বে দুইবার অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। আগামী ১৪ মার্চ সকাল এগারোটা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সেদিনও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জানুয়ারিতে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কথা জানান অনুব্রত। এমনকি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচও চান। তখনই আদালত জানিয়েছিল, নির্দেশ ছাড়া অনুব্রতকে গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। এরপর ১৪ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় সিবিআই তলব করে অনুব্রত মণ্ডলকে। তখনও যেতে পারেননি অনুব্রত। এরপর ২৫ ফেব্রুয়ারি ফের নোটিস পাঠায় সিবিআই। কিন্তু রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হওয়ায় হাজিরা দিতে যেতে পারেননি।

অনুব্রত মণ্ডলকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন যে হাজিরা এড়িয়ে চলার কোনো ইচ্ছা তার নেই। কিন্তু শারীরিকভাবে অসুস্থ হওয়ার জন্য তিনি উপস্থিত হতে পারেন না। পাশাপাশি তিনি জানিয়েদেন যে এই মামলার তদন্তে তিনি সমস্ত রকমের সহযোগিতা করতে রাজি আছেন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন কলকাতা সিবিআই দপ্তরে গিয়ে নয় বরং বোলপুরে তাঁর বাড়ির কাছাকাছি কোন জায়গায় তাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য তাহলে অবশ্যই তিনি সিবিআইকে সহযোগিতা করবেন।

Related Articles

Back to top button
error: