১ এপ্রিলের আগে নতুন সেশন শুরু করার বিরুদ্ধে স্কুলগুলিকে সতর্ক করেছে সিবিএসই

টিডিএন বাংলা ডেস্ক: সিবিএসই ১ এপ্রিলের আগে নতুন সেশন শুরু করার বিরুদ্ধে স্কুলগুলিকে সতর্ক করেছে। বোর্ড সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠী বলেছেন, অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্য অকালে সেশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং ক্লান্তি তৈরি করে।