টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার পর রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র।
প্রসঙ্গত, বৃহষ্পতিবার ডায়মন্ডহারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। ইটবৃষ্টিও হয়। জে পি নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়। সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাহী বাসেও। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় বারংবার বাধার মুখে পড়ে কনভয়। পাথর ছোঁড়া হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে। উড়ন্ত বোতলের ঘায়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে আহত হন এক নিরাপত্তাকর্মী।
এই ঘটনার কথা উল্লেখ করে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। ওই চিঠিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তার বিষয় নিয়ে লেখা হয়েছে।
এই ঘটনার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারের তীব্র নিন্দায় করেছেন বিজেপির শির্শস্থানিয় নেতৃত্বরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এপ্রসঙ্গে টুইট করে লিখেছেন, তৃণমূলের শাসনকালে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে পোঁছে গেছে। টিএমসির শাসনকালে যেভাবে রাজনৈতিক সহিংসতাকে প্রাতিষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল ব্যক্তির কাছেই দুঃখজনক ও উদ্বেগজনক।”
तृणमूल शासन में बंगाल अत्याचार, अराजकता और अंधकार के युग में जा चुका है।
टीएमसी के राज में पश्चिम बंगाल के अंदर जिस तरह से राजनीतिक हिंसा को संस्थागत कर चरम सीमा पर पहुँचाया गया है, वो लोकतांत्रिक मूल्यों में विश्वास रखने वाले सभी लोगों के लिए दु:खद भी है और चिंताजनक भी।
— Amit Shah (@AmitShah) December 10, 2020
অপর একটি টুইটে তিনি আরো লেখেন,”আজ, বাংলায় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর আক্রমণ খুবই নিন্দনীয়, এই ঘটনার যতই নিন্দা করা হোক তা কমই হবে। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গম্ভীরতার সাথে নিয়েছে। বাংলার সরকারকে এই প্রযোজিত সহিংসতার জন্য রাজ্যের শান্তিকামী মানুষদের কাছে জবাবদিহি করতে হবে।”
आज बंगाल में भाजपा के राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी के ऊपर हुआ हमला बहुत ही निंदनीय है, उसकी जितनी भी निंदा की जाये वो कम है।
केंद्र सरकार इस हमले को पूरी गंभीरता से ले रही है। बंगाल सरकार को इस प्रायोजित हिंसा के लिए प्रदेश की शांतिप्रिय जनता को जवाब देना होगा।
— Amit Shah (@AmitShah) December 10, 2020
কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গয়াল লিখেছেন,”আজ পশ্চিমবঙ্গে জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাফেলার উপর হামলা কাপুরুষোচিত, যা রাজ্য সরকারের হতাশা এবং আইন শৃঙ্খলার দুর্দশার প্রতিফলন করে।আমি এই ঘটনার নিন্দা জানাই। এই আক্রমণগুলিতে বিজেপি কর্মীরা ভয় পাবেন না, তাদের মনোবলও হ্রাস পাবে না।”
प.बंगाल में आज राष्ट्रीय अध्यक्ष @JPNadda जी के काफिले पर हुआ हमला कायरतापूर्ण है, जो राज्य सरकार की हताशा, और कानून व्यवस्था की दुर्दशा को दर्शाता है।
इस घटना की मैं भर्त्सना करता हूँ। इन हमलों से भाजपा कार्यकर्ता ना भयभीत होंगे, ना ही उनका मनोबल कम होगा। #MamataKillsDemocracy
— Piyush Goyal (@PiyushGoyal) December 10, 2020