টিডিএনএটিডিএন ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়েনি উপকূলে তার আগেই গভীর নিম্নচাপ এর দরুন প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন হয়েছে চেন্নাইয়ের অধিকাংশ এলাকা। মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাত চলছে চেন্নাইয়ে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় নেভার যত এগিয়ে আসবে ততই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাবে এই অতি প্রবল বৃষ্টিপাতের প্রভাব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে চেন্নাই।
মঙ্গলবার থেকেই অবিরাম বৃষ্টি হয়ে চলেছে চেন্নাইয়ে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই স্থানান্তর করেছে স্থানীয় প্রশাসন। বুধবারও দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দপ্তরের দেওয়ার সতর্কবার্তা অনুযায়ী প্রবল বৃষ্টিপাতের জেরে, চেম্বারমবক্কম হ্রদের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তাই আগে থেকেই সর্তকতা মূলক পদক্ষেপ নিয়ে রেখেছিল প্রশাসন। বৃষ্টির জের বাড়তেই খুলে দেওয়া হয় বাঁধের লকগেট।