অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে “মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম বিমানবন্দর” নামকরণ করবে যোগী সরকার

Image courtesy: Yogi Adityanath FB page

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর একাধিক জায়গার নাম বদল করেছে যোগী প্রশাসন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অযোধ্যা বিমানবন্দরের নাম। যোগী আদিত্যনাথ এর মন্ত্রিসভায়এ সংক্রান্ত প্রস্তাব পাস হওয়ার পরে সরকারি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে রাখা হবে “মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর”। আগামী ২০২১ সালের মধ্যে এই পরিবর্তন করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অযোধ্যা বিমানবন্দরকে নতুনরূপে ঢেলে সাজানোর কথাও বলা হয়েছে।