করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান

ছবি সৌজন্যে আব্দুল মান্নানের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েছিলেন তিনি। ফিরে আসার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। কলকাতায় এমএলএ হোস্টেল থাকাকালীন অবস্থা তেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে করোনার পরীক্ষা করানো হয়। রিপোর্টে তাঁর ফুসফুসে করোনার সংক্রমণ দেখতে পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।