HighlightNewsদেশ

গান্ধিজিকে নিন্দা, গ্রেফতার ধর্মগুরু

টিডিএন বাংলা ডেস্ক : গ্রেফতার ধর্মগুরু কালীচরণ মহারাজ। মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে ধরা হয় তাকে। সম্প্রতি তিনি মহাত্মা গান্ধির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছিলেন। শুধু তাই নয় নাথুরাম গডসের প্রশংসাও করেছিলেন। এই ঘটনার পরিপ্রক্ষিতে তাকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশ।

ঠিক কী বলেছিলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে কালীচরণ মহারাজকে‌ বলতে দেখা গেছে, “মোহনদাস করমচাঁদ গান্ধি দেশকে ধ্বংস করেছেন। নাথুরাম গডসেকে অভিবাদন, যিনি গান্ধিকে হত‍্যা করেছিলেন।” তিনি আরও বলেন, রাজনীতির মাধ্যমে দেশকে দখল করতে চাইছে মুসলিমরা।‌ হিন্দু ধর্মকে রক্ষা করতে আমাদেরও একজন কট্টর হিন্দু নেতা নির্বাচন করা উচিত।

রায়পুরের প্রাক্তন মেয়র এবং কংগ্রেস নেতা প্রমোদ দুবে তার বিরুদ্ধে অভিযোগ করেন। ভারতীয় দন্ডবিধির ধারা ৫০৫(২), ধারা ২৯৪ অনুসারে টিকরাপাড়া পুলিশ থানায় অভিযোগ দায়ের হয়।

এই মন্তব্যর ঘোর বিরোধিতা করেন অনুষ্ঠানের প্রধান উৎসাহদাতা মহন্ত রামসুন্দর দাস। শুধু তাই নয়। অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে যান তিনি।

Related Articles

Back to top button
error: