বিধাননগরে প্রার্থী হলেন সব্যসাচী, টিকিট পেলেন কৃষ্ণাও

টিডিএন বাংলা ডেস্ক : বিধাননগর পুরনিগম ভোটে দল ভরসা করল পদ্ম ফেরত প্রার্থীকে। ৩১ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পেয়েছেন সব্যসাচী দত্ত। ২৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই মেয়র পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিধাননগরের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা সব্যসাচী দত্ত বিধান নগরের টিকিট পেয়েছেন। ৭ মাস আগে দল বদলে বিজেপির প্রতীকে বিধানসভা নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছিলেন সব্যসাচী। তারপর দ্রুত তৃণমূলে ফিরেও আসেন। তাপস চট্টোপাধ্যায় টিকিট না পেলেও তার মেয়ে অরিত্রিকা ভট্টাচার্য টিকিট পেয়েছেন। প্রত্যাশিতভাবে কৃষ্ণা চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তীরা প্রার্থী হয়েছেন। বিধাননগরে উল্লেখ্য টিকিট না পাওয়া মুখ হলেন ফুটবলার শৈলেন মান্নার মেয়ে নীলাঞ্জনা মান্না।

অন্যদিকে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর শিলিগুড়ি পুরনির্বাচনে প্রার্থী হয়েছেন গৌতম দেব। আসানসোলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক ফের প্রার্থী হয়েছেন। তবে বিদায়ী ডেপুটি মেয়র তবসসুম আরা টিকিট পাননি। কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উপস্থিতিতে পুর নিগমের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। চন্দননগরের ক্ষেত্রে বিদায়ী মেয়র রাম চক্রবর্তী ফের প্রার্থী হয়েছেন। এখানে নতুন মুখের সংখ্যা অনেক বেশি। ৪ পুরনিগমের ভোটের প্রচারে যাবেন কিনা সেই ইঙ্গিত পাওয়া যায়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন বলে তৃণমূল সূত্রে খবর।