HighlightNewsদেশরাজ্য

করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

টিডিএন বাংলা ডেস্ক : করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পরিবার সূত্রে খবর, তার সর্দি-কাশি ছিল। ফলে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা যায়, করোনা পজিটিভ সৌরভ। চলতি বছরের ২ জানুয়ারি সকালে নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ। জিম করতে গিয়ে আচমকা ব্ল্যাক আউট হয়ে যান। এরপরই তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে, সৌরভের বুকে তিনটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকের তৎপরতায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। চিকিৎসকরা জানান, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। এবার করোনা আক্রান্ত হলেন তিনি।

বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার সকালে অসুস্থবোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শুটিং বন্ধ করা হয়। কাউকে চিন্তা না করার বার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। উল্লেখ্য এর আগে সৌরভের দাদা স্নেহাশিস ও তার স্ত্রী নিরুপা গাঙ্গুলির করোনা ধরা পড়ে।

Related Articles

Back to top button
error: