টিডিএন বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’ ধেয়ে আসছে উপকূলের দিকে। ‘অশনি’র সরাসরি বাংলাতে আছড়ে পরার সম্ভাবনা খুবই কম। তবে এর প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সফরের দিন পরিবর্তন করল রাজ্য প্রশাসন। মেদিনীপুর সফর আগামী ১০ মে মেদিনীপুর জেলা সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। ১০, ১১, ১২ তারিখের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর হবে আগামী ১৭, ১৮ ও ১৯ মে। ১৯ তারিখ দলীয় বৈঠক সেরে কলকাতায় ফিরবেন বলেও খবর।
এ প্রসঙ্গে মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, ”মুখ্যমন্ত্রীর সফরসূচি বদলের কথা আমাদের জানানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বদল হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর গোটা সফরই পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ ও ১৮ মে মুখ্যমন্ত্রীর বৈঠক হলে সবাই নির্বিঘ্নে যোগ দিতে পারবেন।”