HighlightNewsদেশ

দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহাকে দিল্লি হিংসা মামলায় শর্তসাপেক্ষ জামিন দিল দিল্লি হাই কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে দিল্লি হিংসা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র করার অভিযোগে ইউএপিএ অ্যাক্টের আওতায় ধৃত দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট। এদিন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং অনুপ জয়রাম ভবানীর ডিভিশন বেঞ্চ দিল্লি হিংসা মামলায় দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহাকে ৫০ হাজার টাকার ব্যাক্তিগত জামিন ও দুজন স্থানীয় ব্যক্তির গ্যারান্টিতে মুক্তির নির্দেশ দেয়। এছাড়া শর্ত অনুযায়ী, এই তিনজনকেই নিজেদের পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্ত অবস্থায় তাঁরা এমন কোনো ধরনের কাজ করতে পারবেননা যাতে মামলার ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে।

প্রসঙ্গত, নারওয়াল এবং কলিতা দুজনেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার। পিঞ্জরা টড কালেক্টিভের সঙ্গে যুক্ত এই দুজনই ২০২০ সালের মে মাস থেকে দিল্লি হিংসা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র করার অভিযোগে ইউএপিএ অ্যাক্টের আওতায় জেলে বন্দি ছিলেন। সম্প্রতি, নারওয়ালের বাবা মারা যাওয়ার পর তাঁর শেষকৃত্য করার জন্য নারওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: