দেশ

আবারও শুরু ফিলিস্তিনিদের উৎখাত করে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণের পরিকল্পনা

টিডিএন বাংলা ডেস্ক : আনাদোলু এজেন্সি জানিয়েছে গত রবিবার ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের যাযাবর বেদুইন জনগোষ্ঠির বসতি ধ্বংস করে দিয়েছে। ঘটনাটি ঘটে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লার তাইব নামক গ্ৰামে।

অভিযোগ ইসরাইলি সেনাবাহিনী ইয়াহুদী বসতি সম্প্রসারণ করার পরিকল্পনার অংশ হিসেবে তাইব গ্ৰামে হঠাৎ আক্রমণ চালায়। তারা ইয়াহুদী কোম্পানি গুলির বসতি নির্মাণের সুবিধার জন্য ওই বেদুইনদের এলাকাটি খালি করতে চায়।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গুলোর খবর অনুযায়ী, ‘গত এক বছরে ইসরাইলি কর্তৃপক্ষ পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীর অঞ্চলে পাঁচ শ’র বেশি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে।’

১৯৯৫ সালের ‘অসলো’ চুক্তি অনুসারে ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর আর পূর্ব জেরুসালেম অঞ্চলকে এ, বি ও সি নামে তিন ভাগে বিভক্ত করে।
ফিলিস্তিনের বহু বেদুইন পরিবার এখনও মধ‍্যযুগের মত তাবু, ক‍্যারাভ‍্যান ব‍্যবহার করেন। এখনও তারা অনেকেই গুহায় বসবাস করেন।

উল্লেখ্য যে, বিগত ১১ দিন ব‍্যপী যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ইসরাইলের মধ‍্যে যুদ্ধ বিরোতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত ছিল ইসরাইল তার বসতি সম্প্রসারণ বন্ধ রাখবে । কিই তারা কথা না রেখে সম্প্রারণ অব‍্যাহত রাখায় আবার যুদ্ধের সম্ভাবনা তৈরী হচ্ছে।

Related Articles

Back to top button
error: