রাজ্য

‘ইয়াশ’ বিপর্যস্তদের জন্য এসআইও-র ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কোলাঘাট: সাইক্লোন ‘ইয়াশ’ কবলিত জেলাগুলিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করল এসআইও পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেনান গ্রামে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে সর্বভারতীয় ওই ছাত্র সংগঠনটি। কলকাতা মেডিক্যাল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তানভির আহমদের নেতৃত্বে এদিন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। উপকৃত হন আশপাশের গ্রাম থেকে আগত শিশু সহ ৫৪ জন নারী পুরুষ। এদিকে এসআইও-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এদিনের মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ মুজিবর রহমান, সংগঠনের রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক আব্দুল ওয়াকিল, রাজ্য দপ্তর সম্পাদক আসিফ ইকবাল সহ স্থানীয় কর্মীরা। আগামীতে ঘূর্ণিঝড় কবলিত দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতেও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল।

Related Articles

Back to top button
error: