রাকেশ টিকেত সহ ১২জন কৃষক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

টিডিএন বাংলা ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্রাক্টর মিছিল চলাকালীন হওয়া হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাকেশ টিকেত সহ ১২জন কৃষক নেতাকে নোটিশ পাঠালো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যদিও পুলিশের তরফ থেকে দেওয়া এই নোটিশ এর কোনো জবাব দেয়নি কৃষক নেতারা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লিতে হওয়া হিংসাত্মক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এই কৃষক নেতাদের ডাকা হয়েছে।কৃষক নেতা রাকেশ টিকেত, বুটা সিং বুর্জগিল, দর্শন পাল সিং, শমসের পান্ধের এবং সাতনাম পান্নু সহ ১২ জন নেতাকে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।