রাজ্য

দিল্লি আমাদের কথায় চলবে, আমরা দিল্লির কথায় চলব না : মমতা বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নবদ্বীপ : আজ নদিয়া জেলার নবদ্বীপে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন ‘দিল্লি আমাদের কথায় চলবে, আমরা দিল্লির কথায় চলব না’। সেই সাথে বহিরাগতরা এসে করোনা ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের প্রতি তোপ দাগেন তিনি।

বাংলার ‘হেরিটেজ টাউন’ এই নবদ্বীপকে সাজিয়ে তোলার জন্য ভবিষ্যতে একাধিক উন্নয়নের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মায়াপুর সহ নবদ্বীপের পর্যটন ক্ষেত্রে ৩০০ কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন।পাশাপাশি উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানান।

 

Related Articles

Back to top button
error: