রাজ্য

করোনা মুক্ত হয়ে চারবার প্লাজমা দান, রাজ্যে নজির গড়লেন ডাক্তার ফুয়াদ হালিম

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,কলকাতা : করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে পরপর চারবার প্লাজমা প্রদান করে রাজ্যে নজির গড়লেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিম। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগে পরপর চারবার কনভালোসেন্ট প্লাজমা দান করলেন তিনি। এদিকে রাজ্যে নজির সৃষ্টি করে চারবার প্লাজমা প্রদান করায় ডাক্তার ফুয়াদ হালিমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

সংবাদমাধ্যমকে কলকাতা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রশ্ন ভট্টাচার্য বলেন, ‘এটা একটা কর্তব্য। অনেকেই তা করছেন। অনেকেই একাধিকবার প্লাজমা দান করেছেন। কিন্তু পরপর একই ব্যক্তির চারবার কনভালোসেন্ট সমাধান করার ঘটনা এটাই প্রথম কলকাতায় এবং আমাদের রাজ্যে। এই উদাহরণ আমাদের চিকিৎসকদের এবং সাধারণ মানুষকে উৎসাহিত করবে। আমরা চিকিৎসক ফুয়াদ হালিমকে অভিনন্দন জানাচ্ছি। আরও মানুষ যাঁরা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাঁরাও এগিয়ে আসুন প্লাজমা দান করতে।’

Related Articles

Back to top button
error: