আসামে বাজেয়াপ্ত ১০০ কোটি টাকার ড্রাগ! ধৃত ২

টিডিএন বাংলা ডেস্ক: আসামের কামরূপ জেলায় উদ্ধার হয়েছে একশো কোটি টাকার মাদকদ্রব্য। মাদক সহ আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। জানা গেছে, একটি গোপন সূত্রে খবর পেয়ে গুয়াহাটি পুলিশ সোনারপুর থানা এলাকার একটি টোল প্লাজায় মনিপুর থেকে আসা একটি ট্রাক আটক করে। ওই ট্রাক থেকে ৪.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি মেথামফেটামাইন এবং ১.৫ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ট্রাকের দুই আরোহীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।