HighlightNewsরাজ্য

বকেয়া ডিএ-র দাবি উঠল এবার আইপিএলে, প্ল্যাকার্ড হাতে ইডেনে প্রতীকী প্রতিবাদ সরকারি কর্মচারীদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: বকেয়া ডিএ-র দাবি উঠল এবার আইপিএলে। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা ও কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে প্ল্যাকার্ড হাতে কলকাতায় ইডেনে আইপিএলের মঞ্চ থেকে প্রতীকী প্রতিবাদ জানালেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। গতকাল সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে চলছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের আইপিএল ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড হাতে ডিএ-র দাবিতে দাঁড়িয়ে জান সরকারি কর্মীদের একাংশ।

গত শনিবার ডিএ আন্দোলনের ১০০তম দিনে কলকাতার হাজরা মোড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করে সারা রাজ্যে সারা ফেলে দিয়ে ছিল সরকারি কর্মচারীরা। তারপর এই প্রতীকী প্রতিবাদ বেশ তাৎপর্যপূর্ণ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা।

Related Articles

Back to top button
error: