রাজ্য

দূরবর্তী জেলার নিট পরীক্ষার্থীদের পাশে এসে দাড়ালো দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি

টিডিএন বাংলা ডেস্ক: এবছর করো না পরিস্থিতির মধ্যেই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সেন্টারে আয়োজিত হয়েছে আন্ডারগ্রাজুয়েট মেডিকেল পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা এনইইটি ২০২০। এদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অব্দি চলে পরীক্ষা। এদিকে বেশ কিছু জায়গায় পরীক্ষার সেন্টার নিয়ে সমস্যায় পড়েন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

পরীক্ষার ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় পরীক্ষার আগের দিনই পরীক্ষা সেন্টারের কাছাকাছি জায়গায় পৌঁছে যেতে হত ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের। এবছর মালদা পরীক্ষার্থীরই সেন্টার পড়েছে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, গলসিতে। যার ফলে, আগের দিন পরীক্ষার সেন্টারে না পৌঁছলে একপ্রকার পরীক্ষায় বসা অসম্ভব হয়ে পড়েছিল ওই ছাত্র-ছাত্রীদের পক্ষে। তবে, আগের দিন শহরে পৌছলেই তো আর হবে না, সেখানে থাকার জায়গাও পেতে হবে। সেটাই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা।এই সমস্যার সমাধান করতেই ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি।

দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের থাকার জন্য তাদের কমিউনিটি হল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মালদা কালিয়াচক মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানের কাটোয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ১৬ জন ছাত্র-ছাত্রী অভিভাবক সহ এসে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরে। এদের সকলকে দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত ওই স্বেচ্ছাসেবী সংস্থার কমিউনিটি হলে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ছাত্র-ছাত্রীদের যাতে থাকা-খাওয়ার কোন অসুবিধা না হয় তার দেখভাল করার জন্য নিয়োগ করা হয়েছে ওই সংস্থার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের। করো না পরিস্থিতির মধ্যেই এহেন সহযোগিতা পেয়ে নিতান্তই খুশি নিট পরীক্ষার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা।

মিট পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে ওই স্বেচ্ছাসেবী সংস্থার এম্পাওয়ার্মেন্ট হাউজের প্রার্থনা সভা কক্ষে সমবেতভাবে প্রার্থনা করা হয় এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার এ রহমান, বিশিষ্ট শিক্ষাবন্ধু মুন্সি আমিরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম সাহেব এবং বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী আইয়ুব আনসারী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

Related Articles

Back to top button
error: