টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের আগেই করোনায় সংক্রমিত পাঁচ সাংসদ।সূত্রের খবর অনুযায়ী যে পাঁচ সাংসদের করোনা পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে তাঁদের মধ্যে দুজন মহিলা সাংসদও রয়েছেন। তবে, অধিবেশন পরিচালনার জন্য সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
করোনার হাত থেকে সুরক্ষার জন্য লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সংসদ সদস্য এবং কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি গনমাধ্যমের প্রতিনিধিদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাংসদদের কওনা সঙ্গে মোকাবিলা করার জন্য আরো বেশি করে তথ্য প্রদান করার জন্য লোকসভার সচিবালয় অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান(এমস)-এর সহযোগিতা নিচ্ছে। এ কারণে রবিবার সংসদের কার্য মন্ত্রণা সমিতির বৈঠকে এর নির্দেশক ডক্টর গুলেরিয়াকে আহ্বান করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী আগামী সাংসদদের করোনা মোকাবেলা প্রসঙ্গে তথ্যাদি দেওয়ার জন্য ডাক্তার গুলেরিয়ার সাথে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
এবছরের বাদল অধিবেশন আগামীকাল ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে। লাগাতার ১৮ দিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং তারপর আবার দুপুর ৩ টে থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত সোশ্যাল ডিসটেন্সিং-এর নিয়মাবলী মেনেই চলবে অধিবেশন। মাঝের দুঘন্টা সংসদ স্যানিটাইজ করা হবে। করোনা আবহে সংসদীয় অধিবেশনে অংশগ্রহণকারী সমস্ত সাংসদ, লোকসভা ও রাজ্যসভা কর্মচারীদের আরটি পিসিআর পরীক্ষা করা হবে।