দেশ

বিএমসির পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে এবার রাজ্যপালের শরণার্থী কঙ্গনা

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র সরকার এবং বিএনপির সঙ্গে লাগাতার চলতে থাকার লড়াই এর মাঝখানে এবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারীর সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন রাজ্যপালের কাছে তাঁর অফিসে বিএনসিসির কর্মচারীদের ভাঙচুর চালানোর ঘটনার বিরুদ্ধে নিজের অভিমত জানান কঙ্গনা।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কঙ্গনা রানাওয়াত জানান,”আমার সাথে যা যা অন্যায় হয়েছে তা নিয়ে আমি কথা বলেছি। উনি এখানে আমার অভিভাবক। আমি ন্যায় পাব, এমন আশা আছে। আমি কোন রাজনৈতিক নেতা নই। এই শহর সবসময় আমায় অনেক কিছু দিয়েছে কিন্তু হঠাৎই এমন ব্যবহার করা হচ্ছে। আমার কথা রাজ্যপাল মহাশয় তাঁর কন্যার মতনই শুনেছেন। আমি আশা করি যে, ন্যায় পাব। আমাদের দেশের যারা মানুষ বিশেষত যারা কন্যা তাদের দেশের স্ট্যাম্প এর ওপর ভরসা বজায় থাকুক।”

বৃহস্পতিবার, রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের প্রধান পরামর্শদাতা অজয় মেহেতার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের মামলার বিষয়ে কথা বলেছিলেন। সূত্রের খবর অনুযায়ী সে সময় নিজের বক্তব্যের মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ গুলি জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানোর কথা বলেন রাজ্যপাল। এই বিষয়ে রাজ্যপাল কেন্দ্রকে একটি রিপোর্ট পেশ করবেন।

Related Articles

Back to top button
error: