নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: উৎসবের মরসুমে যেন ভুলে না যায় স্বাস্থ্যবিধি। তাই বুধবার পঞ্চমীর দিনে করোনা ভাইরাস নিয়ে জনসাধারণকে সচেতনতার লক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সামসেরগঞ্জ থানার বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে অভিনব কর্মসূচি নিয়ে মানুষকে ডেকে ডেকে মাস্ক ও স্বাস্থ্য সচেতনতা করে পুলিশ। দিনভরের এই কর্মসূচিতে এদিন সামসেরগঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে এদিনই একই উদ্যোগ গ্রহণ করে সুতি থানার পুলিশ। পঞ্চমীর দিনে স্বাভাবিক ভাবেই রাস্তা ঘাটে ভিড় জমেছে। অনেকের মুখে নেই মাস্ক। মোড়ে মোড়ে বাড়ছে ভিড়। আর তাই সকাল সকাল সুতি থানা এলাকার বিভিন্ন মোড় গুলিতে সচেতনতার বার্তা দিতে রাস্তায় নেমে পুলিশ। গাড়ির সঙ্গে হাতে প্ল্যাকার্ড ও মাস্ক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে সচেতন করছেন সাধারন মানুষকে। সুতি ও সামসেরগঞ্জ থানার পুলিশের অভিনব উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ।