মহারাষ্ট্র বিজেপি থেকে ইস্তফা দিলেন একনাথ খড়সে; যোগ দিতে পারেন এনসিপিতে

ছবি সৌজন্যে একনাথ খড়সের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র বিজেপি থেকে ইস্তফা দিলেন একনথ খড়সে। মহারাষ্ট্রে বিজেপির শাসনকালে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন একনাথ খড়সে। সূত্রের খবর অনুযায়ী, তিনি অনেক দিন ধরেই বিজেপির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। আজ সন্ধ্যেবেলা একটি সাংবাদিক সম্মেলনে তিনি তার পদত্যাগের ঘোষণা করবেন। অপরদিকে শোনা যাচ্ছে তিনি বিজেপি থেকে ইস্তফা দেওয়ার পর যোগদান করতে পারেন এনসিতে। একনাথ খড়সের এনসিপিটি যোগানের এই খবরকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।