HighlightNewsআন্তর্জাতিক

জল্পনার অবসান ঘটিয়ে ইলন মাস্কই হচ্ছেন টুইটারের একচ্ছত্র মালিক

টিডিএন বাংলা ডেস্ক : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। আর বিশ্বের এই সবচেয়ে প্রভাবশালী সোশাল মিডিয়া টুইটারের মালিক হচ্ছেন টেসলার মালিক ইলন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদ ইলন মাস্কের প্রস্তাব গ্রহণ করে ৪৪ বিলিয়ন ডলার অর্থাৎ ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক বসেন মাস্ক। সোমবার ওই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত এসেছে। যদিও এর আগে মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়ে ছিল। কিছুদিন আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি পুরো টুইটার কিনে নেবেন। এবার সেই গুঞ্জন সত্যি হলো।

Related Articles

Back to top button
error: