টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে আরজেডির নেতৃত্বে বিরোধী মহাজোটের যেই এনডিএর থেকে পিছিয়ে পড়া শুরু করে প্রায় সঙ্গে সঙ্গেই ইভিএম মেশিনের কারচুপি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং মুখপাত্র উদিত রাজ। একটি টুইট করে বড়িষ্ঠ কংগ্রেস নেতা উদিত রাজ লেখেন, ইভিএম মেশিনের যদি আমেরিকায় ব্যবহার হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প কখনোই নির্বাচন হারতেন না।
अमेरिका में अगर ईवीएम से चुनाव होता तो क्या ट्रम्प हार सकते थे ?
— Dr. Udit Raj (@Dr_Uditraj) November 10, 2020
তিনি আরো লেখেন, যখন স্যাটেলাইট মাটি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব তখন ইভিএম হ্যাক করা সম্ভব হবে না কেন?
जब मंगल ग्रह &चाँद की ओर जाते उपक्रम की दिशा को धरती से नियंत्रित किया जा सकता है तो ईवीएम हैक क्यों नही की जा सकती ?
— Dr. Udit Raj (@Dr_Uditraj) November 10, 2020
প্রসঙ্গত, দুপুর দুটো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী এনডিএ মহাজোটের থেকে ২৮ আসনে এগিয়ে রয়েছে। যদিও প্রথম দিকে অর্থাৎ প্রায় সকল ১০ টা পর্যন্ত এনডিএকে পেছনে ফেলে এগিয়ে ছিল আরজেডির নেতৃত্বে থাকা বিরোধী মহাজোট।
সকাল থেকেই ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেছে। প্রথমদিকে ভোটের সংখ্যায় বিরোধী মহাজোটের থেকে পিছিয়ে থাকলেও পরে বিজেপির ভোটের সংখ্যার ভিত্তিতে এগিয়ে যায় এনডিএ। বিহার বিধানসভা নির্বাচনে কোনো দল বা জোটকে সরকার গড়তে গেলে ২৪৩ টি আসনের মধ্যে পেতে হবে ১২২ টি আসন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এনডিএ এগিয়ে রয়েছে ১৩০ টি আসনে। অপরদিকে, মহাজোট এগিয়ে রয়েছে ১০২ টি আসনে। ২ টি আসনে এগিয়ে রয়েছে এলজেপি। বাকি ৯ টি আসন অন্য দলের আওতায় যাচ্ছে বলে দেখা যাচ্ছে। লাগাতার পরিবর্তন হচ্ছে পরিসংখ্যান। শেষপর্যন্ত ফলাফল কি হবে এখন সেটাই দেখার।