টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিনেই ভোট কারচুপির অভিযোগ তুললো কংগ্রেস। কংগ্রেস নেতা উদিত রাজ ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করে দাবি করেছেন, ‘আমেরিকায় যদি ইভিএমে ভোট হত তাহলে কি ট্রাম্প হারতেন?’’ পাশাপাশি আরো একটি ট্যুইটে দাবি করে তিনি বলেন, ‘‘যদি মঙ্গলগ্রহ ও চাঁদের দিকে যাওয়া উপগ্রহকে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ইভিএমই বা হ্যাক করা যাবে না কেন?’’ যদিও কংগ্রেস নেতার দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।