বিহার বিধানসভায় তিনটি আসনে এগিয়ে ওয়েসীর মীম, বিএসপি এগিয়ে দুটি আসনে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: চলছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এক পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই’ চললেও এনডিএ ১৩০ আসনে এগিয়ে যায়। মহাজোট ১০০ আসনে এগিয়ে। অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসির মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন তিনটি আসনে এগিয়ে রয়েছে এবং মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি দুটি আসনে এগিয়ে।পাশাপাশি এলজেপি দুটি আসনে এগিয়ে রয়েছে।