এখনই মিলছে না রেহাই, ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

ছবি ২৪ ঘন্টা

টিডিএন বাংলা ডেস্ক : বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা স্থান পরিবর্তন করেছে। যার জেরে দুর্যোগের আশঙ্কা কেটেছে। তাহলে কি এবারের মত বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন বঙ্গবাসী? এ বিষয়ে অবশ্য সুখবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গেলেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই জন্য এই বৃষ্টি চলবে। জলীয় বাষ্প খুব বেশি মাত্রায় থাকার ফলে দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর ফলে আজও কলকাতা ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাসের ফলে deপশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল মঙ্গলবার ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলবেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে। শুনবেন তাদের অভাব-অভিযোগের কথাও।