আন্তর্জাতিক

ভয়াবহ বন্যা ও ঝড়ের কবলে পশ্চিম ইউরোপ : এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০৫, নিখোঁজ ১৫০০ও বেশি

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার থেকে পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশে শুরু হয়েছে ভারি বৃষ্টিপার জনিত ভয়াবহ বন্যা। আর এর সাথে যুক্ত হয়েছে ঝড়ো হাওয়া। যা তছনছ করে দিচ্ছে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডসহ পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশের জনজীবন।এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শুধু জার্মানিতেই এই ভয়াবহ বন্যা ও ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। অবশ্য নিখোঁজ আছে প্রায় ১৩০০ জন। এই নিখোঁজ মানুষদের ভাগ্যে কি ঘটেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিভিন্ন সূত্রের দাবি এই মৃত্যুর সংখ্যা আরো কয়েক গুণ বাড়তে পারে। তবে অন্যান্য দেশগুলোর তুলনায় জার্মানিতে এই দুর্যোগ খুব ভয়াবহ রূপ নিয়েছে। বেলজিয়ামে এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ অনেকেই। এছাড়া লুক্সেমবুর্গ ও নেদারল্যান্ডেও ক্ষয়ক্ষতি হয়েছে ব‍্যাপক। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর জানা যায়নি। গত বুধবার ও বৃহস্পতিবার একটানা হওয়া বৃষ্টির ফলে জার্মানির পাহাড়ি খরস্রোতা নদী গুলিতে বৃদ্ধি পেয়েছে জলরাশি। শহরের মানুষ কিছু বুঝে ওঠার আগেই বন্যার কবলে পড়ে গিয়েছে। ফলে সতর্ক হওয়ার কোনো সুযোগই তারা পায়নি। জার্মানের প্রশাসন সূত্রে জানা গেছে বন্যার কারণে প্রায় দেড় লক্ষ মানুষ বিদ্যুৎহীন ভাবে জীবন কাটাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিজনিত বন্যা ও ঝড় হওয়ার ফলে আইফেল শহরে বেশ কিছু প্রাচীন স্থাপত্য ধসে পড়েছে। নিখোঁজ অসংখ্য মানুষ। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এই দুর্ঘটনা কে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। দুর্যোগ মোকাবেলা বাহিনী দ্রুত বন্যা পীড়িত মানুষের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্ধারকার্য চালাতে গিয়ে দুই জন কর্মী নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েক জন। খারাপ আবহাওয়ার কারণে ঠিকঠাকভাবে উদ্ধারকার্য চালানো সম্ভব হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর বেশকিছু শহরে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Related Articles

Back to top button
error: