যারা দল ছাড়ছে তারা হয় আরএসএস অথবা আরএসএসের ভয়ে ভীত: মন্তব্য কংগ্রেস নেতা রাহুলের
টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার দলে নিযুক্ত নতুন সোশ্যাল মিডিয়া কর্মী-সমর্থকদের নিয়ে হওয়া একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাহুল বলেন, “যে সমস্ত নেতাকর্মীরা দল ছাড়ছে তারা হয় আরএসএসের ভয়ে ভীত অথবা তারা নিজেরাই আরএসএস কর্মী।” তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। কংগ্রেস বিগত দুটি লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের মধ্যে শুদ্ধি আন্দোলন শুরু করেছে। উল্লেখ্য যে, বিজেপির দুর্নীতি, স্বৈরাচার ও আর্থিক কেলেঙ্কারিতে অতিষ্ঠ গোটা দেশ। কংগ্রেস মনে করছে পরিবর্তন চায় জনতা। তবে তার জন্য প্রয়োজন যোগ্য বিকল্প। প্রশান্ত কিশোরের পরামর্শে কংগ্রেস নেতৃত্ব এবারের নির্বাচনের আগে দলের মধ্যে সাংগঠনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তারা দলের মধ্যে ব্যাপক শুদ্ধি আন্দোলন শুরু করেছে।দলের মধ্যে চলমান নবীন প্রাচীন সংঘাতের ফলে বেশকিছু ছোট বড় নেতা দল ত্যাগ করেছে। মনে করা হচ্ছে রাহুল পরোক্ষে তাদের ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে প্রশান্ত কিশোরের পরামর্শ ও নেতৃত্বে সমভাবাপন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়তে চলেছে। এক্ষেত্রে ‘যে দল যেখানে প্রভাবশালী সেখানে প্রার্থী দেবে সেই দল’- এই নীতিতেই এগোতেই চাইছে প্রশান্ত কিশোর। এই লক্ষ্যে শুরু হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়া। অবশ্য অনেকেই প্রশান্ত কিশোরের কংগ্রেসের যোগদানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। যদিও প্রশান্ত কিশোর বিষয়ে কোনো মন্তব্য করেননি।