Highlightদেশ

তামিলনাড়ুতে দেওয়াল লিখন: ‘আম্মা’ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা মমতাকে

টিডিএন বাংলা ডেস্ক: বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তামিলনাড়ুর একটি দেয়াল লিখন ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তামিলনাড়ুর একটি দেয়ালে বড় করে লেখা আছে ‘মমতা আম্মা’। না তামিলনাড়ুতে এখনই তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক শাখা খুলছে না। আসলে এবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে গোটা দেশজুড়ে শহীদ দিবস পালনের দৃশ্য ও মমতার বক্তব্য প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জাতীয় রাজনীতিতে পদার্পণ করতে চাইছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে কাজ শুরু করে দিয়েছে জাতীয় তৃণমূল কংগ্রেস। এবারের একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তামিলনাড়ু তৃণমূলের এই দেওয়াল লিখন। তামিলনাড়ুতে জয়ললিতা আম্মা হিসেবে পরিচিত ছিলেন। তামিল রাজনীতিতে ‘আম্মা’ শব্দটি তাই খুবই পরিচিত ও জনপ্রিয়। জয়ললিতার মৃত্যুর পর ভেঙে গিয়েছে তার দল। নির্বাচনেও হেরেছে তার দল। জয়ললিতার স্থান পূরণ করতে পারেনি কেউ। সেই শূন্যস্থান কি পূরণ করতে চাইছে তৃণমূল প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও তামিলনাড়ুতে রাজনৈতিক শাখা খোলার ব্যাপারে তৃণমূল এখনো কিছু জানায়নি।

Related Articles

Back to top button
error: