খেলা

টি২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা আইসিসি-র, ভারতের সঙ্গে একই গ্রুপে পাকিস্তান

টিডিএন বাংলা ডেস্ক : করোনার জেরে ভারত থেকে মরুদেশে সরে গিয়েছে এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ৷ শুক্রবার বিশ্বকাপের দুটি গ্রুপ ঘোষণা করল আইসিসি৷ আইসিসি টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল।

কূটনৈতিক জটিলতার কারণে যখন দুই দেশের সিরিজ বন্ধ রয়েছে, তখন ফের একবার আইসিসি টুর্নামেন্টেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে পারেন দর্শকরা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি-র প্রতিযোগিতাই ভরসা এই দুই দলের লড়াই দেখার জন্য। বিশ্বকাপের গ্রুপ পর্বেই সেই স্বাদ পাবেন দর্শকরা। ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।

টি২০ বিশ্বকাপের গ্রুপবিন্যাস প্রকাশ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সুপার ১২, অর্থাৎ টুর্নামেন্টের মূল পর্বে ওঠার আগে আটটি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান।

এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে। গ্রুপের শীর্ষে থাকা দুই দল সুযোগ পাবে সুপার ১২ খেলার। সুপার ১২ পর্বে ইতিমধ্যেই রয়েছে আটটি দল।

গ্রুপের লড়াইয়ে বিরাট কোহলি এবং বাবর আজম যে আরও একবার একে অপরের মুখোমুখি হতে চলেছেন, তা নিয়ে আর কোনও সন্দেহই রইল না। শেষ ১২-র লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বি গ্রুপে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, এবং প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা আরও দুটো দল। গতবারের চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এ গ্রুপে রয়েছে। তবে প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা আরও দুটো দল যোগ দেবে।

গ্রুপ ১ – ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, গ্রুপ এ উইনার, গ্রুপ এ রানার্স আপ
গ্রুপ ২ – ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ বি উইনার, গ্রুপ বি রানার্স আপ

ICC-র পক্ষ থেকে আজ বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, ‘প্রথম রাউন্ডে আটটা দল একে অপরের সঙ্গে লড়াই করবে। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে নিয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। বাকি ছ’টা জায়গা যোগ্যতা অর্জনকারী ম্যাচের মাধ্যমে জায়গা পাকা করতে হবে। এ গ্রুপে লড়াই করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অপর গ্রুপে রয়েছে ওমান, পিএনজি এবং স্কটল্যান্ড।’

আইসিসি’র কার্যনির্বাহী প্রধান জিওফ অ্যালারডাইস বলেন, ‘আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে গ্রুপ বিভাজন করতে পারে আমরা যারপরনাই খুশি। গ্রুপ পর্যায়ে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকতে পারব। গোটা টুর্নামেন্টে এই ম্যাচগুলো প্রাণ সঞ্চার করবে। গোটা বিশ্বজুড়ে করোনা অতিমারির মধ্যেও ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফোটাবে।’

এর আগে ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে। যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপেই ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেটপ্রেমীরা ৷ এবছর সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ ৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ওমানকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আনতে পেরে খুশি। তরুণদের অনুপ্রেরণা দেবে এটা। আশা করছি দারুণ একটা প্রতিযোগিতা দেখব আমরা।”
আইসিসি কর্তৃক গ্রুপের বিন্যাস ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

ভারতে এই বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। আয়োজক হিসেবে বিসিসিআই থাকলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে। অক্টোবর মাসে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। আগামী সপ্তাহে সূচি ঘোষণা করা হতে পারে। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-২০ ওয়ার্ল্ড কাপের খেলা হবে। দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানে টি ২০ বিশ্বকাপের খেলা হবে।

Related Articles

Back to top button
error: