সিভিক ভলেনটিয়ারকে মারধরের অভিযোগে গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: নিউ ফরাক্কা স্টেশনে সিভিক ভলেনটিয়ারকে মারধর কাণ্ডে ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দেওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জিআরপি। মঙ্গলবার রাতেই আসানসোলের অন্ডাল থেকে গ্রেপ্তার করে ফরাক্কায় নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম আশু শেখ। তার বাড়ি ফরাক্কা থানার বেওয়া অঞ্চলে। ধৃত আশু শেখ আসানসোলের অন্ডালে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বুধবারই সিভিক ভলেনটিয়ারকে মারধর কাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তিকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠায় জিআরপি।

উল্লেখ্য যে, গত সোমবার নিউ ফরাক্কা স্টেশনে কর্মরত এক সিভিক ভলেনটিয়ারকে মারধর করেন ট্রেন ধরতে আসা এক যাত্রী। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে কিল চর ঘুষি দিয়ে কার্যত নিগ্রহ করা হয় সিভিককে। ঘটনার ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে নিউ ফরাক্কা জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত সিভিক ভলেনটিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী। তারপরেই শুরু হয় তদন্ত। সোমবারের ঘটনার পর অভিযোগ পেয়ে তৎপর হয়ে উঠে পুলিশ। মঙ্গলবার রাতেই আসানসোলের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ফরাক্কার বাসিন্দা আশু শেখকে। বুধবার আদালতে পাঠিয়ে তাকে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা জিআরপি।