HighlightNewsদেশ

লাক্ষাদ্বীপের সাংসদ পদে পুনর্বহাল হলেন মহম্মদ ফয়জল: সুপ্রিম কোর্টে শুনানির আগেই সিদ্ধান্ত নিল লোকসভা

টিডিএন বাংলা ডেস্ক: মহম্মদ ফয়জল পাদিপ্পুরা কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ থেকে লোকসভার সদস্য পদে পুনর্বহাল হয়েছেন।লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভা। সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। লোকসভা সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, লোকসভা থেকে ফয়জলের অযোগ্যতা শেষ হয়েছে কারণ, কেরালা হাইকোর্ট ২৫ জানুয়ারী তাঁর সাজা স্থগিত করেছে।

প্রসঙ্গত, এই সিদ্ধান্ত এমন সময়ে এল যখন লোকসভা রাহুল গান্ধীর অযোগ্য ঘোষণার ইস্যু নিয়ে উত্তপ্ত। উল্লেখ্য, সুরাট হাইকোর্ট একটি মানহানির মামলায় রাহুল গান্ধীকে দু’বছরের সাজা দিয়েছে, যার পরে লোকসভা সচিবালয় লোকসভা থেকে তাঁর সদস্যপদ বাতিল করেছে। লোকসভা সচিবালয়ের সিদ্ধান্তের পরে, ফয়জল বলেন, যত তাড়াতাড়ি সদস্য পদ বাতিল করা হয়েছিল, তত তাড়াতাড়ি পুনর্বহাল করা হল। তিনি বলেন, ‘আমার সদস্যপদ পুনরুদ্ধারে বিলম্ব সমর্থন করা যায় না। শাস্তি পাওয়ার পরদিনই সচিবালয় আমাকে অযোগ্য ঘোষণা করে। একইভাবে, তাঁরা আমার সদস্যপদ পুনরুদ্ধারে তাড়াহুড়ো করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা সংক্রান্ত একটি মামলায় এনসিপি সাংসদ সহ তিনজনকে আসামি করা হয়েছিল। ২০২৩ সালের, ১১ জানুয়ারী লাক্ষাদ্বীপের একটি দায়রা আদালত এই মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এরপর দুইবারের সংসদ সদস্য ফয়সাল সংসদে অযোগ্য হন। শুধু তাই নয়, কাভারট্টি আসনের উপ-নির্বাচনও ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নিম্ন আদালতের এই সিদ্ধান্তের পর ফয়জল কেরালা হাইকোর্টে যান। ওই আবেদন অনুযায়ী, কেরল হাইকোর্ট ২৫ জানুয়ারি ফয়জলের সাজা স্থগিত করে।

Related Articles

Back to top button
error: