HighlightNewsদেশ

১০ মে কর্ণাটক নির্বাচন, ১৩ মে ফলাফল: ১ এপ্রিল ১৮ বছর বয়সী হলেও দেওয়া যাবে ভোট, জানাল নির্বাচন কমিশন

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকে বিধানসভা নির্বাচন হবে ১০মে। ফলাফল প্রকাশিত হবে ১৩ মে। বুধবার, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, এক দফায় ভোট হবে। কর্ণাটকে ৫.২১ কোটি ভোটার রয়েছে, যারা ২২৪টি বিধানসভা আসনে ভোট দেবেন। ৯.১৭ লাখ ভোটার প্রথমবার ভোট দেবেন। রাজীব কুমার বলেন, আমরা আগেই একটি প্রক্রিয়া শুরু করেছিলাম। এর আওতায় ১ এপ্রিল যাদের বয়স ১৮ বছর হবে তারাও ভোট দিতে পারবেন। এর জন্য আমরা অগ্রিম দরখাস্ত আহ্বান করেছিলাম।

উল্লেখ্য, রাজ্যে বর্তমান বিজেপি সরকারের মেয়াদ 24 মে শেষ হচ্ছে। এবারও মূল লড়াই হবে বিজেপি, কংগ্রেস ও জেডিএসের মধ্যে। গতবার জেডিএস-কংগ্রেস একসঙ্গে থাকলেও এবার আলাদাভাবে লড়বে জেডিএস।
কর্ণাটক ছাড়াও, ১০ মে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সহ ৪টি রাজ্যের ৫টি বিধানসভা আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ১৩মে প্রকাশিত হবে। উপনির্বাচন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের জলন্ধর, ওড়িশার ঝাড়সুগুদা, উত্তর প্রদেশের চানবে এবং সোয়ার, মেঘালয়ের সোহিয়ং আসনে। তবে, নির্বাচন কমিশন রাহুল গান্ধীর ওয়ানাড লোকসভা আসনের উপনির্বাচন ঘোষণা করেনি।

Related Articles

Back to top button
error: