শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত

ছবি ফেসবুক থেকে।

টিডিএন বাংলা ডেস্ক: বাংলা নাট্য জগতের নক্ষত্র পতন। প্রয়াত হলেন স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিগত কয়েকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কিডনি বিকল হয়েই মৃত্যু হয়েছে তাঁর। আপামর বংগসমাজকে একসময় সত্যজিত রায়ের ‘ঘরে বাইরে’ চলচ্চিত্রে বিমলার চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন স্বাতীলেখা। থেমে যাননি জীবন সায়াহ্নে এসেও। বাঙালি চলচ্চিত্র ও নাট্য প্রেমীদের উপহার দিয়ে গেছেন বেলাশেষে, পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনী, অযত্নবাস, পাতা ঝরে যায়-এর মতো বহু নাটক।