বিজেপির বিরুদ্ধে লড়ছি, আবার তাদের নিয়ে দুটি পঞ্চায়েতও চালাচ্ছি; বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের
টিডিএন বাংলা ডেস্ক: সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়ছি আবার সেই বিজেপিকে নিয়েই দুটি পঞ্চায়েত চালাচ্ছি। দলীয় সভায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এমনকি প্রশ্ন তুললেন দলের ঐক্য নিয়েও। রবীন্দ্রনাথ বাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের মধ্যে চলতে থাকা গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে সবকিছু ঠিক হবার আশ্বাস দিয়ে জেলা তৃণমূল মুখপাত্র প্রবীর ঘোষাল এবিপিকে জানান,”রবিন বাবু একজন অত্যন্ত প্রবীণ জননেতা, বিধায়ক। তার সঙ্গে আলোচনা করবো যে তার কি কোন ক্ষোভ-বিক্ষোভ আছে কিনা। তবে সিংহ আমাদের একটা সমস্যার কারণ এবং সেখানে বলতে দ্বিধা নেই যে আমাদের দলের মধ্যে একটা ভুল-বোঝাবুঝি আছে। একটু ঝগড়াও আছে। সেটাকে মেটাতে হবে। মেটাবার জন্য আমরা চেষ্টা করছি। এতদিন সেই চেষ্টাটা সেভাবে হয়নি।কল্যাণ ব্যানার্জি কে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মাধ্যমে হুগলি জেলার যে সমস্ত সমস্যা আছে সেগুলি মিটিয়ে ফেলতে হবে। আমরা আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে হুগলি জেলায় যেগুলো একটু নড়বড়ে হয়েছিল, অনেক শক্তপোক্ত জায়গায় আমরা চলে যেতে পারবো।”