দেশ

কিভাবে অর্থনীতিকে ধ্বংস করতে হয়; ফের জিডিপি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার ভারতের অভিজ্ঞ অর্থনীতিবীদ তথা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুর সংগৃহীত একটি পরিসংখ্যান উল্লেখ করে ফের কেন্দ্রকে জিডিপি নিয়ে আক্রমণ করলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওই পরিসংখ্যান অনুসারে চিন, পাকিস্তান, বাংলাদেশ সহ ১১ টি দেশের মধ্যে ভারতের সর্বাধিক হ্রাস হয়েছে জিডিপিতে। ওই তালিকায় (-)১০.৩% হ্রাসের পরিসংখ্যান নিয়ে একদম শেষে রয়েছে ভারত। অথচ প্রথমের দিকে রয়েছে বাংলাদেশ, চিন, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং শ্রীলংকা। অর্থনীতিবীদ কৌশিক বসু সংগৃহীত ওই তালিকায় শুধুমাত্র জিডিপি নয় প্রতি মিলিয়নের হিসেবে করোনা আক্রান্তের মৃতের সংখ্যাতেও ভারতের পরিসংখ্যান সর্বাধিক। প্রতি মিলিয়নে ভারতে করোনায় আক্রান্তের মৃতের সংখ্যা ৮৩। ওই তালিকা অনুযায়ী অন্যান্য আর কোনো দেশেই প্রতি মিলিয়নের করণা রোগের মৃতের সংখ্যা এত বেশি নয়। ইতালি কাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে নিশানা করে রাহুল গান্ধী টুইট করে লিখেছেন,”কিভাবে একটা অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যায় এবং এত দ্রুততার সাথে সর্বাধিক মানুষকে সংক্রমিত করা যায়।” নিজের এই টুইটের সাথে অর্থনীতিবীদ কৌশিক বসুর সংগ্রহীত ওই তালিকা শেয়ার করেছেন রাহুল গান্ধী।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ-এর) প্রকাশিত রিপোর্টে ভারতের অর্থনীতি ১০.৩% হ্রাস পাবার আশঙ্কা করা হয়েছিল। দেশের এই অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে একটি টুইট করে অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু জানিয়েছেন,”কয়েকবছর আগেও কেউ ভাবতে পারিনি ভারতের অর্থনীতি এই পর্যায়ে চলে আসবে। এর একটা অংশ করোনার প্রভাবের জন্য; কিন্তু শুধুমাত্র একটা অংশ—পরিসংখ্যান দেখুন।””…তথ্য অস্বীকার করবেন না। ভুল হয়—স্বীকার করুন এবং সংশোধনমূলক পদক্ষেপ নিন…”

Related Articles

Back to top button
error: