শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মাধব গোড়বোলে

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মাধব গোড়বোলে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই এদিন পুনেতে নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৯৩ সালের মার্চ মাসে ভারতীয় প্রশাসনিক পরিষেবা থেকে স্বেচ্ছায় অবসর নেন মাধব গোড়বোলে। অবসর গ্রহণের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে কাজ করেছিলেন মাধব গোড়বোলে। কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং নগর উন্নয়ন বিভাগের সচিব এবং মহারাষ্ট্র সরকারের প্রধান অর্থ সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। মাধব গোড়বোলে নীতিগত সিদ্ধান্তের ওপর প্রায় কুড়িটিরও বেশি বই লিখেছেন।