মর্মান্তিক দুর্ঘটনা, বোলারো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, মালদা: স্বাধীনতা দিবসের দিন বোলারো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হল মালদায়। ঘটনাটি ঘটে গাজলের মশাল দিঘী ও আহরা এলাকার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা যায় বোলারো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা যাচ্ছিল অন্যদিকে একটি ডাম্পার মাল বোঝাই করে মালদা থেকে রায়গঞ্জ এর দিকে যাচ্ছিল। মশাল দিঘী ও আহোড়ার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বোলারো গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে মারা যান তিনজন।

স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে একজনকে গাজল হসপিটালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তিনি রাস্তায় মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। তারা উদ্ধার কাজে হাত লাগান। মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। অনেকের ধারণা কোন সরকারি আধিকারিক হবেন সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন।