‘দেশের ভবিষ্যত সম্পদ’! ধর্ষণে অভিযুক্ত আইআইটি পড়ুয়ার উদ্দেশ্যে মন্তব্য গুয়াহাটি হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : সহপাঠীকে ধর্ষণ। সেই অভিযোগে অভিযুক্ত গুয়াহাটির আইআইটি’র এক বি-টেক পড়ুয়াকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট। জামিন দিতে গিয়ে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি অজিত বরঠাকুর অভিযুক্তকে ‘দেশের ভবিষ্যত সম্পদ’ বলে অভিহিত করেছেন।

চলতি বছর ২৮ মার্চ রাতে যৌন লালসার শিকার হন গুয়াহাটির আইআইটি-তে বি টেক পাঠরত এক ছাত্রী। পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ, তাঁরই সহপাঠী এই কুকাণ্ড করেছে। গত ৩ এপ্রিল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে শ্রীঘরেই ছিল সে। একাধিকবার নিম্ন আদালতে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। এরপর গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় সে। অবশেষে ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারপতি।

জামিন-আর্জির শুনানির সময়ে বিচারপতি অজিত বরঠাকুর বলেন, ‘ইতিমধ্যেই ঘটনার তদন্ত শেষ হয়েছে। অভিযুক্ত এবং নির্যাতিতা–দুজনেই মেধাবী পড়ুয়া। তাঁদের সামনে উজ্জ্বল ভবিষ্যত পড়ে রয়েছে। দুজনেই দেশের ভবিষ্যত সম্পদ। তাছাড়া জামিনে ছাড়া পেলে অভিযুক্ত ধর্ষণের মামলার নথিপত্র নষ্ট করতে পারেন কিংবা সাক্ষীদের ভয় দেখাতে পারেন, এমন কোনও সম্ভাবনা নেই। তাই সবদিক বিবেচনা করেই জামিন দেওয়া হচ্ছে।’