দেশ

আফগান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : অশান্ত কাবুলিওয়ালার দেশ।এই পরিস্থিতি নিয়ে প্রায় ৪৫ মিনিট ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের ট্যুইটার পেজে একথা জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবারই জি-৭ বৈঠক। তার আগে দুই রাষ্ট্রনেতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক স্তরের বেশ কিছু বিষয়। পাশাপাশি কোভিড মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের।

এদিন মোদি টুইটারে লেখেন, ‘আফগানিস্তান নিয়ে বন্ধু-প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মত বিনিময় হয়েছে। আমরা দ্বিপাক্ষিকস্তরের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি, কোভিড-১৯ পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে।‘ সূত্রের খবর দিল্লি আপাতত কাবুলের ব্যাপারে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে। উল্লেখ্য, রাশিয়া জি-৭ গোষ্ঠীর সদস্য নয়। যদিও এই বৈঠকের আগে মোদি আফগান ইস্যুতে রাশিয়ার সঙ্গে বৈঠক সারেন।আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে জোর তৎপরতা শুরু করেছে কেন্দ্র। কাবুলে এখনও আটকে বহু ভারতীয়। ‘অপারেশন দেবী শক্তি’ তে তাঁদের সবাইকে ফেরাতে সক্রিয় কেন্দ্র। তারই মাঝে বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আফগানিস্তান ইস্যুতে ২৬ আগস্ট সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সে দেশে থেকে ভারতীয়দের ফেরানো সহ বর্তমান একাধিক ইস্যুতে আলোচনা করা হতে পারে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে।
এর পাশাপাশি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্প্রতি আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-সহ অন্যান্য পদস্থকর্তারা। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Related Articles

Back to top button
error: