রাজ্য

৫০ হাজার টাকার অনুদান, বিদ্যুতে ৫০ শতাংশের ছাড়, পৌরকর মুক্তি; দুর্গাপুজোর আয়োজনে দরাজহস্ত মমতা

টিডিএন বাংলা ডেস্ক: রোজ ক্রমান্বয়ে বেড়ে চলা করোনা সংক্রমনের জেরে এবং করোনার সংক্রমণ রুখতে চালু হওয়া লকডাউন এর জেরে তৈরি আর্থিক সংকটের কারণে এবছর দুর্গা পুজোর আয়োজন নিয়ে পুজো কমিটিগুলির মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। সেই অনিশ্চয়তা দূর করে নেতাজি ইন্ডোরে পুজো কমিটির সঙ্গে বৈঠকে একাধিক ঘোষণা করার পাশাপাশি কোভিদ বিধি মেনে দুর্গা পুজো করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি রেজিস্টার্ড ক্লাবকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন। গত বছর, এই অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। অনুদানের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন প্রতিটি ক্লাবকে সিএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুতের বিলে ৫০% ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি দমকলকেও কোনো টাকা দিতে হবে না এ বছর। এমনকি কর নেবেনা পুরসভা।

এর পাশাপাশি, এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গা পুজোর শেষে পুজো কার্নিভাল অনুষ্ঠান করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পুজোয় ঠাকুর দেখার ক্ষেত্রে জারি করেছেন একাধিক নিয়ম।

Related Articles

Back to top button
error: