মাদক মামলায় মুম্বই হাইকোর্টে এখনই স্বস্তি পেলেন না রিয়া চক্রবর্ত্তী; পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর

Pic Courtesy : Rhea Chakraborty FB

টিডিএন বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক মামলায় ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্ত্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্ত্তীর জামিনের আবেদনের ভিত্তিতে আজই কোনো রায় ঘোষণা করেনি বম্বে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৯ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ড্রাগস মামলায় রিয়া ও শৌভিক চক্রবর্ত্তীকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের নির্দেশে তাঁদের ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। যার সময়সীমা ২২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করে দেওয়া হয়। এর মধ্যেই রিয়া সেশন কোর্টে জামিনের আবেদন করেছিলেন যা, খারিজ হতে যায়। সেশন কোর্টের পর বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী। ওই আবেদন ভিত্তিতেই বুধবার শুনানি হওয়ার কথা ছিল বম্বে হাইকোর্টে। তবে মঙ্গলবার রাত থেকে মুম্বইয়ে লাগাতার প্রবল বৃষ্টিপাতের কারণে হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে জামিনের আবেদনের শুনানি একদিন পিছিয়ে যায়। এরপর আজ বৃহষ্পতিবার রিয়া ও শৌভিকের জামিনের আবেদনের শুনানি হয় হাইকোর্টে।

জামিনের আবেদনপত্রে রিয়া চক্রবর্ত্তী দাবি করেছেন, তার সাথে সাক্ষাতের অনেক আগে থেকেই সুসান সিং রাজপুত গাঁজা সেবন করতেন। কখনো কখনো সুশান্তের জন্য কম মাত্রায় গাজা কিনে দিয়েছেন তিনি। তবে তিনি কোন গাজা পাচারকারী বা মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত নন। আবেদনপত্রে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন রিয়া চক্রবর্তী।

পাশাপাশি এনডিপিএস আইনের ২৭ এ ধারায় তাকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন রিয়া চক্রবর্তী। তাঁর বক্তব্য, এনসিবির অফিসাররা সমস্ত অভিযুক্তদের কাছ থেকে মাত্র ৫৯ গ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সে ক্ষেত্রে আর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা বহাল রাখা প্রযোজ্য নয়।