টিডিএন বাংলা ডেস্ক: কৃষি ও শ্রম বিল নিয়ে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিন ফিট ইন্ডিয়া অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বিরাট কোহলিকে উদ্দেশ্য করে করা একটি মন্তব্যকে উল্লেখ করে ফের নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী।
একটি টুইট করে রাহুল গান্ধী লিখেছেন,”মোদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় — কৃষক এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করার পরিবর্তে পিআরএ ব্যস্ত রয়েছেন।”
এই টুইটের সঙ্গেই একটি প্রতিবেদন ট্যাগ করেছেন রাহুল গান্ধী। ওই প্রতিবেদনে লেখা হয়েছে “ফিট ইন্ডিয়া ডায়লগ: বিরাটকে প্রধানমন্ত্রী বললেন, আপনার জন্য দিল্লির ছোলে ভাটুরে ক্ষতি হয়ে থাকবে”। আসলে এদিন, ফিট ইন্ডিয়া কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাস্থ্য সচেতন মানুষ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। ওই ভিডিও কনফারেন্সিং যোগদান করেন বিরাট কোহলিও। সেখানেই বিরাটের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাসির ছলে ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।