HighlightNewsদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে “নেতিবাচক” পোষ্টের মামলায় জামিন পেলেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানি

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানিকে নরেন্দ্র মোদির সম্পর্কে “নেতিবাচক” ট্যুইট করার মামলায় জামিন দিল আসামের একটি আদালত। আসামের কোকরাঝাড়ের স্থানীয় বিজেপি নেতা অরূপ কুমার দে গুজরাটের ভডগামের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বৃহস্পতিবার গুজরাটের পালানপুর থেকে আসাম পুলিশের একটি দল জিগনেশ মেবানিকে গ্রেফতার করে। জিগনেশ মেবানি প্রথম থেকেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির একজন কঠোর সমালোচক। জামিন পাওয়ার পর এদিন জিগনেশ মেবানি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই গ্রেফতারিকে “প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা প্রতিহিংসার রাজনীতি” বলে অভিহিত করেছেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন জিগনেশ মেবানি জানান,”এটা বিজেপি এবং আরএসএস-এর একটি ষড়যন্ত্র। তারা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটা করেছে। তারা এটা পরিকল্পিত ভাবে করছে। তারা এই কাজ রোহিত ভেমুলার সাথে করেছে, তারা চন্দ্রশেখর আজাদের সঙ্গে করেছে, এখন আমাকে টার্গেট করছে।”
প্রসঙ্গত, ৪১ বছর বয়সি গুজরাটের ভডগামের কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উপাসনালয় সম্পর্কিত অপরাধ, ধর্মীয় অনুভূতিতে ক্ষোভ প্রকাশ এবং শান্তি ভঙ্গ হতে পারে এমন উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়। অসমের স্থানীয় বিজেপি নেতা অরূপ কুমার দে অভিযোগ করেন যে, জিগনেশ মেবানি যে টুইটগুলি করেছিলেন সেগুলি “সম্ভবত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জনসাধারণের একটি অংশকে উস্কানি দিতে পারে”।

Related Articles

Back to top button
error: