দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত, প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে, সেখানে নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তা কোথায়? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন কমল হাসান

ছবি সৌজন্যে কমল হাসানের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএমএম সভাপতি তথা প্রখ্যাত অভিনেতা কমল হাসান। তবে নির্বাচনী প্রস্তুতির শুরুতেই নতুন সংসদ ভবনের শিলান্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে টুইট করেছেন তিনি।দেশের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন কমল হাসান।

এ প্রসঙ্গে একটি টুইট করে তিনি লিখেছেন,”যখন চীনের মহা প্রাচীর তৈরি করা হয়েছিল সে সময় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, সেসময় শাসকেরা বলেছিল যে এই প্রাচীর মানুষের সুরক্ষার জন্য। এখন করোনা মহামারীর জন্য যখন দেশের অর্ধেকের বেশি মানুষ ক্ষুধার্ত, মানুষ প্রাণ হারাচ্ছে, তখন তাদের সুরক্ষার জন্য আপনি ১০০০ কোটি টাকার সংসদ ভবন তৈরি করছেন? আমার মাননীয় নির্বাচিত প্রধানমন্ত্রী জবাব দিন।”